সুজির রসপুলি

Copy Icon
Twitter Icon
সুজির রসপুলি

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 2
  • 1 কাপ সুজি


  • 2 কাপ ঘন দুধ


  • 1 কাপ চিনি


  • 1 কাপ সাদা তেল


  • 1 চা চামচ ঘি

Directions

  • ঘন দুধ টা গরম করতে দিলাম
  • সুজি টা ঘন দুধের মধ্যে মিশাতে থাকলাম এবং নাড়তে থাকলাম। সুজি ভালো করে মিশে গেলে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম।
  • সুজি অল্প গরম থাকতেই সুজির মধ্যে ঘি ভালো করে মিশিয়ে মেখে নিলাম।
  • সুজি থেকে অল্প পরিমাণ হাতের মধ্যে নিয়ে চৌকো করে গড়ে নিলাম এবং কড়াইতে তেল গরম করে কম আঁচে এই গুলো ভেজে নিলাম।
  • আর একটি কড়াইতে এক কাপ চিনি ও এক কাপ জল দিয়ে ফুটতে দিলাম। রস তৈরি হয়ে গেলে গ্যাস বন্ধ করলাম এবং ভাজা সুজির পুলি গুলো রসের মধ্যে দিয়ে দিলাম।
  • রস ভিতরে ঢুকে গেলে পরিবেশন করলাম